Loading...

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রচেষ্টা

১৬ই ডিসেম্বর, ২০১৬ | ঢাকা, বাংলাদেশ

কি এই রেকর্ড?

সাইকেল চলছে, কেউ কারো পাশে নয়, বরং এক সারিতে, একজনের পেছনে আরেকজন।। এমনভাবে চলন্ত সাইকেলের দীর্ঘতম সারি তৈরি করাই এই রেকর্ডের উদ্দেশ্য। ২০১০ সালের ৩ অক্টোবর ৯১৪ জন সাইক্লিস্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই রেকর্ডের সূচনা করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠাতে সমর্থ হয়।

পাঁচ বছর টিকে থাকার পরে বসনিয়া-হার্জেগোভিনার সাইকেল ফেডারেশন ২০১৫ সালে ৯৮৪ জন সাইক্লিস্টের সারি তৈরি করে রেকর্ডটি নিজেদের করে নেয়। এবার সময় আমাদের। বিডিসাইক্লিস্টস এর উদ্যোগে এই রেকর্ডটি এবার হবে বাংলাদেশের। তার জন্যে চাই আপনাদের সবার সহযোগিতা। ইতিহাস গড়ার পথে এগিয়ে যাবার এ এক অনন্য প্রচেষ্টা।

উদ্দেশ্য

সাইক্লিস্টস

কিলোমিটার

সিঙ্গেল লাইন

বিডিসাইক্লিস্টস এবং গিনেজ রেকর্ড প্রচেষ্টা

২০১১ সালে প্রতিষ্ঠিত “বিডিসাইক্লিস্টস” বাংলাদেশের প্রথম এবং প্রধানতম সাইক্লিং কমিউনিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিডিসাইক্লিস্টস গ্রুপের সদস্যসংখ্যা বর্তমানে প্রায় ৭০,০০০। প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বস্তরের মানুষের মাঝে সাইক্লিংকে জনপ্রিয় করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বিডিসাইক্লিস্টস। ব্যস্ততম শহর ঢাকাতেও সাইকেল যে দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে যাতায়াতের একটি উপযোগী মাধ্যম হতে পারে সেই ধারণাটির সফল প্রবর্তকও এই গ্রুপটি।

বিডিসাইক্লিস্টসের নিয়মিত রাইডের মধ্যে রয়েছে প্রতি শুক্রবার সকালে সব ধরনের সাইক্লিস্টদের জন্যে “বাইক ফ্রাইডে”, এবং প্রতি শনিবার তুলনামূলক দক্ষ চালকদের নিয়ে “জোশিলা স্যাটারডে”। এছাড়াও প্রতি শনিবার সাইকেল চালনা শিখতে ইচ্ছুকদের জন্যে আয়োজন করা হয় “বিগিনারস লেসন” যেখানে যে কেউ চাইলে সাইকেল চালানো শিখে নিতে পারেন। তাছাড়া স্বাধীনতা দিবস, বিজয় দিবস আর পহেলা বৈশাখের মতো বিশেষ দিনগুলোতে থাকে বর্ণিল পোশাকে সজ্জিত সব বয়সী সাইক্লিস্টদের নিয়ে আনন্দ উদযাপনের রাইড আর শহর প্রদক্ষিণ। শুধু সাইকেল চালনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এই গ্রুপের সদস্যরা এগিয়ে আসেন দুস্থদের সহায়তাতেও। তাঁদের অন্যতম একটি কার্যক্রম “গুডঅ্যাক্টস” যাতে বিভিন্ন জেলায় গিয়ে গ্রুপের সদস্যরা করেন একটি ‘ভালো কাজ’। টাঙ্গাইল, টেকনাফ, পাবনা, লক্ষীপুর এই জেলাগুলোতে ইতিমধ্যেই “গুডঅ্যাক্টস” সম্পন্ন করেছেন গ্রুপের সদস্যরা। এক ঝাঁক স্বেচ্ছাসেবী মডারেটর আর অ্যাকটিভিস্টসদের দ্বারা পরিচালিত বিডিসাইক্লিস্ট এখন সময়ের অন্যতম জনপ্রিয় একটি গ্রুপ।

এই বিজয় দিবসে বিডিসাইক্লিস্ট উদ্যোগ নিয়েছে বিশ্বজয়ের। এবার আমরা চেষ্টা করবো গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের যুক্ত করে নিতে। “চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি” তৈরি করবার এই প্রচেষ্টায় আমাদের ভাঙ্গতে হবে বসনিয়া-হার্জেগোভেনিয়ার রেকর্ডটি। ৯৮৪ জন সাইক্লিস্ট নিয়ে ২০১৫ সালে বসনিয়ান সাইক্লিং ফেডারেশান এই রেকর্ডের অধিকারী হয়। এর আগে পাঁচ বছরের জন্য রেকর্ডের ভাগীদার ছিলো মার্কিন যুক্তরাষ্ট্র।

কবে: ১৬ ডিসেম্বর, ২০১৬
কোথায়: ৩০০ ফিট রাস্তা (ইন্টারন্যাশনাল কনভেনশান সেন্টারের সামনে), বসুন্ধরা, ঢাকা
কখন: সকাল ১০.৪৫

কে অংশগ্রহণ করতে পারবেন: বিডিসাইক্লিস্টসের যেকোন সদস্য একটি সাইকেল নিয়ে এই রেকর্ড ভাঙ্গার প্রচেষ্টায় যুক্ত হতে পারবেন। অবশ্যই আপনার সাইকেলটি চমৎকার রানিং কন্ডিশানে থাকতে হবে। আর অতি অবশ্যই মাথায় থাকতে হবে হেলমেট। শহরের ব্যস্ত রাস্তায় নিয়মিত সাইক্লিং করেন, কমপক্ষে পাঁচ কিলোমিটার দূরত্ব একবারে যেতে পারেন, এবং এক সারিতে আপনার সামনের এবং পিছনের রাইডারের সাথে তাল মিলিয়ে স্বাচ্ছন্দ্যে সাইক্লিং করতে পারেন- এমন হলেই আপনি পারবেন এই চেষ্টায় অংশগ্রহণ করতে। সদ্য সাইক্লিং শিখেছেন বা বড় গ্রুপে সাইক্লিং এর অভিজ্ঞতা নেই, এমন সাইক্লিস্টদের অংশগ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। কোন প্রকার ইউনিসাইকেল (একচাকার সাইকেল) বা ট্যান্ডেম (দুইজন চালাবার সাইকেল) এই রেকর্ডে যুক্ত হতে পারবে না। আপনার আরো কোন প্রশ্ন থাকলে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) তালিকাটি দেখুন।

ফেসবুক ইভেন্ট: ফেসবুকে বিডিসাইক্লিস্টসের রেকর্ড ভাঙ্গার প্রচেষ্টার ইভেন্টটি দেখতে এইখানে ক্লিক করুন। বিডিসাইক্লিস্টস এর এই প্রচেষ্টাকে সমর্থন করতে চাইলে আপনি ফেসবুকে নিজের প্রোফাইল এবং কাভার ফটো বদলে নিতে পারেন।

প্রোফাইল বদলাতে এইখানে ক্লিক করুন।
কাভার ফটো বদলাতে এইখানে ক্লিক করুন।

প্রেস রিলিজ ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

Schedule

আপনি কি এখনো বিডিসাইক্লিস্টস এর মেম্বার নন?

অংশগ্রহণকারীদের জন্য নিয়মাবলী

-->

রেজিস্ট্রেশন

গিনেজ কর্তৃপক্ষের বেঁধে দেয়া নিয়মাবলী, নির্দিষ্টসংখ্যক অংশগ্রহণকারী নিশ্চিত করা এবং বেশ কিছু সীমাবদ্ধতার কারনে আমরা সীমিত সংখক অংশগ্রহনকারী দের নিয়ে ইভেন্টটি পরিচালনা করবো। শুধু মাত্র আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন এবং ওয়েটিং লিস্ট তৈরী করা হবে। নিচের লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে আপনার রেজিস্ট্রেশনটি নিশ্চিত করুন।

রেজিস্টার্ড অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত অংশগ্রহণকারীদের তালিকা

*অংশগ্রহনকারীদের তালিকাটি রেজিস্ট্রেশনের ২৪ঘন্টার ভেতরে হালনাগাদ করা হবে। ধৈর্য ধরার অনুরোধ করা হলো।

অফিসিয়াল পার্টনারস

সংবাদ মাধ্যমে আমাদের প্রচেষ্টা

Daily Prothom Alo

Leading Bangla News Daily

BDNews24.com

Online Newspaper

Boishakhi TV

Leading TV Channel

The Ulabian

ULAB Blog

Bangla24 Live

Online Newspaper

Bangla Initiator

Online Newspaper

যোগাযোগ


এখানে নেই এমন তথ্যাদি অথবা জরুরী কোন প্রয়োজনে যোগাযোগ করুন:

bdc.gwr@fuadbd.net


আপনি আমাদের অফিসিয়াল প্রেস রিলিজ টি এখান থেকে ডাউনলোড করতে পারেন।